(এনকে সূর্য্য) স্টাফ রিপোর্টারঃ
আজ ০৫ই আগষ্ট-২২ইং তারিখে মোঃ তৌহিদুল মবিন খান কোম্পানী কমান্ডার র্যাব-১২,বগুড়া কতৃক এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান যে,র্যাব-১২,বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানা এলাকায় ০৩জন ব্যক্তি হেরোইন ও ইয়াবা নিয়ে অবস্থান করছিল।
এক গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক চৌকস টহল দল গত ০২রা আগষ্ট-২২ইং তারিখ সময় বিকাল ১৮.০০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন চকসুত্রাপুর কসাইপাড়া এলাকার জনৈক মোঃ নওশাদ আলী (৩২),পিতা-মৃত মতি মন্ডল,সাং-চকসুত্রাপুর কসাইপাড়া,থানা ও জেলা বগুড়া তার নিজ বসত বাড়ীর গেইটের সামনে গলির উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১.মোঃ শাহীন আলী(২৬),পিতা-মোঃ আরশাদ আলী,সাং-সিএন্ডবি, থানা-গোদাগাড়ি,জেলা-রাজশাহী,২.মোঃ নওশাদ আলী(৩২),পিতা-মৃত মতি মন্ডল,সাং-চকসুত্রাপুর কসাইপাড়া,থানা ও জেলা বগুড়া,৩.মোঃ রাজু আলী(২৫),পিতা-মোঃ সাজেমান আলী,সাং-রামনগর, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীদেরকে সর্বমোট ২শত ৯৪ গ্রাম হেরোইন,৯৭পিস ইয়াবা,মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল মাদক দ্রব্য ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে নিশ্চিত করেন র্যাব-১২,বগুড়া।