আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে, ৫জুলাই শুক্রবার স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সনদপত্র ও গাছের চারা বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, মৎস কর্মকর্তা বেলায়েত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।