জাকিউল ইসলাম দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কমিউনিটি সেলস এজেন্ট (সিএসএ) দের নার্সারি কাজের জন্য উপকরণ সমূহ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৪ আগস্ট ২০২২ দেওয়ানগঞ্জ এর হাতিভাঙ্গা আফরোজা বেগম উচ্চবিদ্যালয় মাঠে এ মালামাল সমূহ বিতরণ করা হয়।
যেসব মালামাল বিতরণ করা হয়- মোটা পলিথিন ৫কেজি, বাঁশ ৫টি, আমের চারা ৪টি, লিচুর চারা ৪টি, লেবু চারা ৫টি, পেয়ারার চারা ৪টি, সাইনবোর্ড, নার্সারি টুলঘর, কোদাল, দা, খোন্তা, কাচি, ঝাঝরি, গ্রাফটিং চাকু, গ্রাফটিং প্লাস, ফলের কেরেট, বালতি, মগ, নার্সারী পলিব্যাগ ২০০০, টুকরা পলিথিন, নেট, সুতলি, কম্পোষ্ট সার, ইত্যাদি।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পার্টনারশীপে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৭ জন কমিউনিটি সেলস এজেন্ট (সিএসএ) সদস্যদের উপস্থিতিতে উপকরণ সমূহ বিতরণের সময়, উপস্থিত ছিলেন BIeNGS project উন্নয়ন সংঘ এর দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার আল মজনু, প্রোগ্রাম অফিসার রাকিবুজ্জামান, সিডিএফ শরিফুল ইসলাম, সিডিএফ ফরিদুল ইসলাম, সিডিএফ আল-আমীন, সিডিএফ রোজিনা, সিডিএফ ফুলমিয়া, সিডিএফ আফসানা মিমি মিম, জিন্নাত রেহেনা।
উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ বলেন- গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের নিচে শিশু, কিশোরী আছে, এমন ক্যাটাগরির পিজি গ্রুপের সদস্যদের মধ্যে থেকে বাছাই করা নারী উদ্যোক্তাদের এ সুবিধা দেওয়া হচ্ছে। উপকরণ ও মালামাল সমূহ পেয়ে খুশি সিএসএ সদস্যরা। তারা বলেন- আমরা নিজেরা আধুনিক পদ্ধতিতে নার্সারিতে উন্নত জাতের চারা উৎপাদন করবো এবং লাভবান হবো ইনশাল্লাহ।