আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :
“সংগঠন যার যার,সাংবাদিক মোরা সবার”এই স্লোগানকে সামনে রেখে রায়পুরা উপজেলায় অবস্থিত তিনটি সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে “রায়পুরা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি পার্টি সেন্টারে সকল সাংবাদিকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামনে উপজেলার সকল দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান,সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,রায়পুরা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক অজয় সাহা, সিনিয়র সাংবাদিক সাধন দাশ, সিনিয়ন সাংবাদিক বশির মোল্লা, সিনিয়ন সাংবাদিক ফরিদ মিয়াসহ রায়পুরা উপজেলা তিনটি সংগঠনের সকল সদস্যগন।