তুহিনুর রহমান তালুকদার (হবিগঞ্জ প্রতিনিধি):-
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন গনকিরপার নামক স্থানে গাঁজা সেবন অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় নামক স্থান হতে আকছির মিয়া (৫৭), কে গাঁজা সেবন কালে আটক করে উপজেলা প্রশাসন।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ এর ১ উপধারার সারণি ২১ অনুযায়ী ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।
সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।