নিজস্ব প্রতিবেদক- মোঃশিপন মিয়া
বেড়া-সুজানগরের ধানের শীষের ধারক-বাহক জননেতা এ.কে.এম সেলিম রেজা হাবিবের বাবা।
মরহুম এ.কে.এম হবিবর রহমানের আজ ৫৩তম মৃত্যুবার্ষিকী।
আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে ১৯৬৯সালে মৃত্যু বরণ করেন।
তিনি বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর সহকারী পরিচালক থাকাকালীন মাত্র ৩২ বৎসর বয়সে ইন্তেকাল করেন।
তিনি মালিফা হবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ছাত্র অবস্থাতেই অনেক সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
১৯৫৭ সালে তিনি মালিফা হাই স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর, তাঁর সম্মানার্থে ওই স্কুলটি তাঁর নামে নাম করন করা হয়। এই স্কুলের সামনেই তাঁর কবর দেয়া হয়।
পাবনা-২ আসনের সাবেক এমপি জননেতা এ.কে.এম সেলিম রেজা হাবিব ভাই তাঁর জ্যেষ্ঠ পুত্র; এ.কে.এম ফারুক রেজা হাবিব, তাঁর দ্বিতীয় পুত্র, প্রিন্সিপাল এ.কে.এম সেলিম রেজা ডিগ্রি কলেজ, মালিফা, সুজানগর, পাবনা ।
তাঁর তৃতীয় পুত্র এ.কে.এম ফিরোজ রেজা হাবিব মালিফা জাকিয়া হাবিব কৃষি কলেজের প্রিন্সিপাল।
তাঁর একমাত্র মেয়ে নাসরীন হাবিব ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র জামাতা মো. আক্কাস আলী পেট্রো বাংলার জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন।
আমার দেশ প্রতিদিন পরিবারের পক্ষথেকে তাহার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া প্রার্থনা করি।
মহান আল্লাহ তাহাকে জান্নাতুল ফেরদাউস দান করুক,আমিন।