রিপোর্টঃ এস,এম শাহ্জালাল#কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
“রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা
রক্ত দিয়ে বাঁচাবো জীবন ” এই শ্লোগান কে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ২১ তম ফ্রী রক্তের গ্রুপ নির্নয়ের অংশ হিসেবে আজ ৩০-০৭-২০২২ইং শনিবার সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ঃ০০টা থেকে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি শুরু হয়ে চলে বিকাল ৫ঃ০০টা পর্যন্ত।
এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের ও ৩২ নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রক্তের গ্রুপ নির্নয় করেছেন।
রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে জানতে পেরেছেন নিজ নিজ রক্তের গ্রুপ। এতে সকলেই খুশি।
এ প্রোগ্রাম আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব তাইজুল ইসলাম সাজ্জাদ (সদস্য ৩নং ওয়ার্ড) মাহাবুব আলম সুমন,মোহাম্মদ রবিন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মোঃ রোমান হোসেন রানা মৃধা সহ অনান্য সদস্য বৃদ্ধ।
অনুষ্ঠান আয়োজন করেনঃ কালকিনি ডেভেলপমেন্ট সোসাইটি।