শরিফুল খান প্লাবন
মুন্সীগঞ্জ শ্রীনগরউপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের নব নির্মিত চার তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ জুলাই সোমবার দুপুরে কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিয়াকত খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন চার তল ভবনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
নব-নির্মিত নতুন চার তল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সাবেক সচিব আক্ তার মমতাজ, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, হাঁসাড়া ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান খান, বীরতার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, বাঘড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, তন্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর সহ ছাত্র/ছাত্রী অভিভাবক বৃন্দ। ধন্যবাদান্তে কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিম খান।