মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া নরসিংদী :-
চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদীর বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক বাবর আলী।তিনি নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন এবং বতর্মানে অবসরপ্রাপ্ত ছিলেন। মঙ্গলবার(২৮জুন ) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।বুধবার(২৯জুন ) বাদ আসর ৬.৩০ মিনিটে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র সহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের নেতৃত্বে এ গার্ড অব অর্নার প্রদান করা হয়। এসময় শিক্ষক, রাজনৈতিক নেতা, কর্মী,শিক্ষার্থী সহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে নারায়ণপুর পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার দাফন করা হয়।