স্টাফ রিপোর্টার
মোঃ হারুন-অর-রশিদ
জয়পুরহাটের কালাইয়ে, কালাই থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে ২৯/০৬/২২ ইং তারিখ রোজ বুধবার “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালাই থানা চত্বরে অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিল জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা পিপিএম (সেবা)।আরো উপস্হিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, পাঁচবিবি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম, কালাই পৌরসভার মেয়র জনাব রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী, মহিলা আ’লীগের সভানেত্রী রতনা রশীদ, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান জনাব আলী আকবর মন্ডল অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত থেকে আইন শৃংখলা বিভিন্ন পরিস্হিতি নিয়ে আলোচনা করেন,আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন তার নির্বাচনী এলাকার সুড়াইল গ্রামে সবুজ বাংলা এনজিওর নামে অনেক সাধারণ মানুষের টাকা মেরে খেয়েছে,ভুক্তভোগীরা যারা কেউ দিন মজুর, কেউ বা চা দোকানি,কেউ বা অন্যের বাড়িতে কাজ করে।এছাড়া সুদারু ও মাদক ব্যবসায়ি কৌশলে মাদক ব্যবসা করছে।উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন মোল্লা বলেন কালাইয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্হিতি সাভাবিক, কিন্তু সুদের ব্যবসা বেপক আকার ধারন করেছে, যা মানুষের বেপক ক্ষতি করছে।সম্প্রতি কালাইয়ে চান্চল্য কর ঘটনা এনজিও নামে টাকা আত্মসাৎ কারীরা ও ছিল সুদের বেসায়িক।এসব সুদারু দের আইনের আওতায় আনা খুব জরুরি।কালাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান বলেন,কালাইয়ের সুদের বেবসার লাগাম টেনে না ধরতে পারলে আরও বড় সমস্যা হতে পারে।তিনি সুদারুদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জনান।কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি জনাব লুতফর রহমান জানান সুদের টাকার জন্য কিডনি বিক্রির মত ঘটনা ঘটেছে কালাই অতছ সুদারুরা ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।অনুষ্ঠানের সকল বক্তারা সুদারুদের ধরার জন্য এসপি মহাদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করেন।এসপি মহাদ্বয় এ বেপারে সবাইকে আসস্ত করেন এবং কালাই থানা অফিসার ইনচার্জকে এবং প্রশাসনের গোয়েন্দা সংস্থা ও ডিএসবি কে এবং সারকেল এসপি কে ১০ দিনের মধ্যে সুদারুদের তদন্ত করে নামের লিষ্ট দেওয়ার নির্দেশ দেন। এ বেপারে দৈনিক মানবাধিকার প্রতিদিনকে একান্ত সাক্ষাৎকারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার সহকারী পরিচালক মতিউর রহমান আকন্দ বলেন কালাইয়ে সুদের ব্যবসা এত ভয়াবহ রুপ ধাীন করেছে যে আমরা মানবাধিকার কর্মী ও আমাদের সংস্হা বেপারটি নিয়ে খুব উদ্বিগ্ন সুদের কারনে মানুষের অঙ্গ বিক্রি,কেউ জয়গা বাড়ি বিক্রি করে সর্ব হার।কেউ বা দেউলিয়া হয়েছে,কেউ বা চেকের মামলায় ফেরারী আসামি হয়ে ঘুরছে।আর সুদারুরা বহাল তবিয়তে ঘুরছে।আর রক্ত চোষার মত অন্যের সম্পদে নিজে রড় লোক হয়ে যাচ্ছে।তিনি সুদারুদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান।কালাইয়ের সুদ সমন্ধে ইতি পূর্বেও দৈনিক মানবাধিকার প্রতিদিনে সংবাদ প্রচার হয়েছে।এমত অবস্হায় কালাইয়ের মানুষের একটাই দাবি সুদারুদের আইনের আওতায় এনে বিচারের দাবি।