আমাদের স্টাফ রিপোর্টার
মোঃ হারুন-অর রশিদ কে সাথে নিয়ে শেখ রেজাউল করিম রুবেল এর একটি বিশেষ প্রতিবেদন,,
মোঃ গোলাম রব্বানী,যিনি পেশায় একজন অটোচালক।তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন এর ভাগকোলা গ্রামে।তার কোমরের দুটি জয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে।এই জন্যে সে চলাফেরা করতে পারেনা।এখন তার জয়েন্টের অপারেশন প্রয়োজন।তার পারিবারিক অবস্থা অস্বচ্ছল এবং অপারেশন এর ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।তাই তার কিছু সাহায্যের প্রয়োজন।
অতএব আপনাদের নিকট তার আকুল আবেদন এই যে,আপনারা যে যার সাধ্যমতো তাকে সাহায্য করে বেঁচে থাকার সুযোগ দিবেন।
তার ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মোকলেসার রহমান সকলের নিকট অনুরোধ করেছেন তাকে সাধ্যমতো সাহায্য করার জন্যে।
সাহায পাঠানোর জন্য নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হলো।
মোবাঃ01934671036