আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা ছাত্র পরিষদ সভাপতি এহসানুল হক শাহীন খন্দকারের পক্ষ হতে সিলেট ও সুনামগঞ্জেরে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।
গতকাল নরসিংদী থেকে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্থ ১২ শত বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে তারা রওনা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি,বিশুদ্ধ পানি,গুর,টু্স্টু বিস্কুট,মোমবাতি, গ্যাসলাইট ও প্রয়োজনীয় ঔষধপত্র।
এসব সামগ্রী সিলেটের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র পরিষদ সভাপতি এহসানুল হক শাহীন খন্দকারসহ সংগঠনের অন্যান্যরা নেতাকর্মীরা।