মুরাদ খান , মানিকগঞ্জ থেকে ২৩ জুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা আর আলোচনা সভার মধ্যে দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শহরে একটি আনন্দ র্যালি বের করে কোর্ট চত্তরে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো,সহ সভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, দপ্তর সম্পাদক এহতাশাম হোসেন ভুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষার,সাধারণ সম্পাদক আবুল বাশার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শায়েখ শীবলী , প্রমুখ