মাহমুদুল হাসান সিয়ামঃ ১৪ই জুন ২০২২ ইং সময়ঃ ১০ ঘটিকার সময় পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের মাসুমদিয়া প্রাইমারী স্কুলের সামনে বন্ডন ব্লাড ডোনেট গ্রুপের সদস্যদের উপস্থিতিতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ আগ্রহের সহিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
এসময় বন্ডন ব্লাড ডোনেট গ্রুপের অন্যতম সদস্য নাহিদ হাসান জানান,বন্ডন ব্লাড ডোনেট গ্রুপ একটি সামাজিক সংগঠন। আমরা কিছু সংখ্যক সদস্যদের সমন্বয়ে এই সংগঠনটের যে সব সামজিক কার্যক্রম তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি সদস্য খুবই আন্তরিকতার সাথে অঙ্গীকারবদ্ধ। আমরা অতীতে এরকম বেশকিছু ক্যাম্পিং করেছি এবং ভবিষ্যতে আরো ক্যাম্পিং করে সাধারণ মানুষের কল্যাণে ভুমিকা রাখতে চাই। আমরা আজকে ৩০০ + মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছি। আমাদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছাড়াও অনেক কার্যক্রম থাকে,আর সেসব কাজ নিয়ে আমরা সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।