আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়।
রবিবার চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় ও
বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি শিক্ষা অফিসার ছাবিকুন্নাহার রোজি। এসময় চর আড়ালিয়া ইউনিয়নের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুবুর রহমান, বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বাবুল,
চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সজিব সরকার,হৃদয় সরকার,আব্দুর রহমান নাহিদ, খোকা মিয়া,মামুন মিয়া,সুরুজ শাহ্সহ প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) চর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে
বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি।