হাফিজুর শেখ যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর প্রেশক্লাবের সামনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সাংবাদিকদের ব্যনারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম অমর ফারুকের উপর সন্ত্রাস হামলার প্রতিবাদে যশোরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদকসহ সাংবাদিক নেত্রীবৃন্দ।এ সময় সাংবাদিকরা বলেন, প্রতিটা মানুষের তার নিজশ্ব স্বাধীনতা আছে তাই যে কোন কেউ যে কোন দল করতে পারে এটা তার অধিকার। কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে সেটা কোন কথা নয়, সে একজন সাংবাদিক দেশের কল্যানে সব সময়, মানুষের কল্যানে তার কলম চলবে এটা কখনো বন্ধ করা যাবেনা। অনতিবিলম্বে সাংবাদিক অমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার বিচার চায়। তা নাহলে আমরা সাংবাদিকরা রাজ পথে নামতে বাধ্য হবো। তিনি আরো বলেন সাংবাদিরা রাস্তায় নামলে সাধারণ মানুষ ও বসে থাকবেনা। তাই তারাতাড়ি এই হামলার সঠিক বিচার চায়। মানববন্ধন ও বিক্ষোভ আয়োজনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)