জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
আজ শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা পাষাণপুর বাজারে জামাল কসাই নামের এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্হানীয় সূত্রে যায় আজ সকালে নিমাইমারী গ্রামের শাহজাহানের ১২দিনের অসুস্থ্য গরু অল্প দামে ক্রয় করে জামাল কসাই,গরুটি উঠে দাড়াতে না পারায় বাড়ি হতে জবাই করে বাজারে নিয়ে আসে। এতে স্থানীয় লোকজন মরা গরু জবাই করার অভিযোগে ডাংধরা ইউনিয়ন চেয়ারম্যানকে তা অবহিত করলে তিনি ঘটনাস্হলে গিয়ে গরুর মাংস বিক্রি বন্ধ করে দেন।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একেএম আতিকুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অহনা জিন্নাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং জবাইকৃত গরুর মাংস মাটিতে পুতে রাখেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাথে ছিলেন ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ অর রশিদ ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল মান্নান সহ পুলিশ টিম।
অভিযানে নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন অসুস্থ গরু জবাই করার দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর আওতায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাংস গুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে,এরকম কোন প্রাণী জবাই করলে আপনারা আমাদের তথ্য দিলে আমরা যথাযথ ব্যবস্হা নিবো।