জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
মঙ্গলবার ৩১ মে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের অন্তর্গত ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল , উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম , বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিম ,বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কালের কন্ঠ,বাংলা টিভির দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক তারেক মাহমুদ (তালাশ)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার দিপা রানী গোপ। অনুষ্ঠানে অত্র ইউনিয়নের ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে, দিনব্যাপী অনুষ্ঠিতব্য ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় শিক্ষা কমিটির সদস্য এবং বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির (এস এম সি) সভাপতি তারেক মাহমুদ তালাশ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার ,কান্দির গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সর্দারপাড়া স. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম ,চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল ইসলাম ,নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহ , ঝালরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান হিরা সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন ।