মোঃশরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে তুচ্ছ ঘটণায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম (৩২) উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে। শুক্রবার (২৭ মে ) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত আাজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।এসময় ওই এলাকার কয়েকজন বখাটে তার সাথে কথা কাটাকাটি হয়।এসময় তারা আজিজুলকে বেধরক মারপিট করে।এরই জের ধরে পরদিন শুক্রবার শিহরাইল গ্রামের কয়েকজন মিলে গোপালপুর গ্রামে গিয়ে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। খবর পেয়ে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়।এসময় দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায়, উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য বচসা হয়, পরবর্তীতে একপক্ষ অপর পক্ষের লোকদেরকে সংঘবদ্ধভাবে ভাবে মারপিট করতে এলে ঝগড়া দুই গ্রামে ছড়িয়ে পরে এবং এতে একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়।
পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। আরেক জনের অবস্থা খুব খারাপ।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় মামলা ও আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে মোল্লা আজিজুর রহমান জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে এলাকায় আতংক বিরাজ করছে এবং দুই প্রামাণ্য পুরুষ শূন্য রয়েছে।