জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলার সার্ভেয়ার ( ভূমি পরিমাপক ) আব্দুর রাজ্জাক । জেলার ৭ টি উপজেলার ভেতর তিনি শ্রেষ্ঠ হলেন ।
দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি ) কার্যালয় সূত্রে জানা যায়,জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান এই মাসের ২২ তারিখে আব্দুর রাজ্জাককে জেলার শ্রেষ্ঠ জমি পরিমাপক ( সার্ভেয়ার ) এর নাম ঘোষনা করেন । একই দিন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, সহকারি কমিশনার ( ভূমি ) অহনা জিন্নাত ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।পেশাগত কাজের দক্ষতা অন্যান্য বিভিন্ন দিক বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয় ।
সার্ভেয়ার আব্দুর রাজ্জাক ২০০৪ সালে কর্মজীবন শুরু করেন এবং ২০২০ সালের জানুয়ারি মাসে দেওয়ানগঞ্জে যোগদান করেন ,এর আগে বিভিন্ন উপজেলায় এ পদে দায়িত্বপালন করেছেন । আব্দুর রাজ্জাকের জন্ম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারিয়া গ্রামে ।
তিনি দীর্ঘদিন থেকে সততা আর নিষ্ঠার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সার্ভেয়ার আব্দুর রাজ্জাক অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ, তিনি কখনো কোন কাজে কারো সাথে দুর্ব্যবহার করেন না , হাসিমুখে সেবা দিয়ে যান ,তার বিরুদ্ধে এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি ।
জেলার শ্রেষ্ঠ সার্ভেয়ার হওয়ায় কেমন অনুভূতি জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে আমি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে নিজের পেশাগত দায়িত্ব পালন করেছি , কর্তৃপক্ষ আমাকে পুরস্কৃত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার দায়িত্ব আরো বেড়ে গেছে আমি সামনের দিনে আরো ভালোভাবে নিজের কর্ম দক্ষতা দিয়ে দেশের এবং সমাজের কাজ করে যাবো ।
দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি অহনা জিন্নাত জানান, এই কৃতিত্ব পুরা দেওয়ানগঞ্জ বাসীর ,আমি তাকে অভিনন্দন জানাই । এই জেলার ৭ টি উপজেলার ভেতর দেওয়ানগঞ্জের সার্ভেয়ার শ্রেষ্ঠ হওয়ায় আমি আনন্দিত ।