(এনকে সূর্য্য) স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় আইন ভঙ্গ করে ইট প্রস্তুত করায় মোবাইল কোর্টের অভিযানে ভাটা কতৃ পক্ষের মালিকের ২০ হাজার টাকা জরিমানা করেন
মঙ্গলবার ২৪শে মে-২২ইং তারিখে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এলাকার এমএবি ইট ভাটার। উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।
এসময় আইন ভঙ্গ করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ২০হাজার টাকা জরিমানা করা হয়৷
পাশাপাশি বিষাক্ত গ্যাস নিঃস্বরণের কারনে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে ইট ভাটা মালিককে আদেশ ও নির্দেশনা প্রদান করা হয় মর্মে জানা যায়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।