এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের পরিচালনায় বিশেষ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল মতিন মৃধা,যুগ্ন সম্পাদক ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আরজু, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো,আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।