হাফিজুর শেখ বেনাপোল যশোর জেলা প্রতিনিধিঃ-বেনাপোল কাস্টমস হাউজে সময় মতো অফিস না করার অভিযোগে বেনাপোল কাস্টমস হাউজের দুই কর্মকর্তার বিরুদ্ধে শোকজ হয়েছে বলে জানা যায়। গত ১৬ মে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শোকজ করেন কাস্টমস কমিশনার আজিজুর রহমান।
কর্মকর্তারা হলেন আবদুল কাইয়ুম ও তানভীর আহম্মেদ।ইতি মধ্যে শোকজের জবাবও দিয়েছেন বলে জানা যায়।নোটিশে বলা হয়, গত ১৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে পাওয়া যায় নাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর বিধি-৩ (খ) অনুযায়ী গণ্য করা হলো।কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।একাধিক আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের অভিযোগ, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস টাইম হলেও কর্মকর্তাদের অনেকেই খেয়াল-খুশিমতো অফিস করেন। তাদের ফোন করলে ব্যস্ত আছেন বলে জানানো হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়।অনেক সময় আমদানি করা পণ্য বন্দরে পড়ে থাকে।এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।এর আগে বেনাপোল কাস্টম হাউজের উপ-কমিশনার বিল্লাল হোসেন সহ আরও ১৬ জন রাজস্ব কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শুল্কফাঁকি চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগও ছিল বলে জানা যায়।কমিশনার মো. আজিজুর রহমান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা এরই মধ্যে জবাব দিয়েছেন। ভবিষ্যতে কোনো কর্মকর্তা ছুটি বাদে অফিস ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।