জাকিউল ইসলাম
দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ০২ নং চরআমখাওয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারীর জন্য মিডওয়াইফ যোগদান উপলক্ষে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
২১ মে শনিবার চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও কিশোরীদের উপস্থিতিতে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃজিয়াউল ইসলাম জিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য
বিষয়ক চার্জ ইন্সপেক্টর মোঃ সিরাজুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মোঃমিজানুর রহমান, মিডওয়াইফ মোছাঃ আরিফা খাতুন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আসা সি এইচ সি পি ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন- মা ও শিশুর স্বাস্থ্য বিকাশ ও মা শিশু মৃত্যুর হার শুন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ। তারই ফলশ্রুতিতে প্রতিটি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপন সহ জনসংখ্যার ভিত্তিতে প্রতি ৬ হাজারে
একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।
আর এই সেবা আরোও উন্নত করতে,গর্ভকালীন বিভিন্ন রকম চেকআপ, পরামর্শ সহ গ্রাম এলাকায় অদক্ষ দাই এর কারনে যাতে আর কোন মা-শিশুর মৃত্যু না হয় সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মিডওয়াইফ নিয়োগ করা হয়েছে।
সমাবেশে সকল বক্তাগণ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসে গর্ভকালীন নানান সেবা সহ স্বাস্থ্য বিষয়ক সকল সেবা গ্রহন করার জন্য উপস্থিত মা-বোনদের
সকলের প্রতি আহ্বান জানান।