তারিখঃ ১৭.০৫.২০২২
আওয়ামীলীগ ডেমরা থানার
উদ্যোগে ঐতিহাসিক ১৭ মে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ঐতিহাসিক ১৭ মে। তৎকালীন বিরোধী দলের প্রধান ও আওয়ামীলীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটিকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার আওয়ামীলীগ ডেমরা থানার ৬৬, ৬৭ ও ৬৮ নাম্বার ওয়ার্ড এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামীলীগ ৬৮ নং নেতা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে এবং শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ ডেমরা থানার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ইফতারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ডেমরা থানার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ড এর নেতা মোঃ নূরুল হক বিল্লু, ৬৭ নং ওয়ার্ড এর নেতা মোঃ মন্টু মিয়া, ডগাইর রুস্তম আলী স্কুল ইউনিটের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজন, এম.এ সাত্তার ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হাসান সজিব, হাজী মোয়াজ্জেম আলী স্কুল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মিলন, ফুলকুড়ি স্কুল ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সোহেল, হাজী মোয়াজ্জেম আলী স্কুল ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম বাহার, এম.এ সাত্তার ইউনিটের সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন কুমার রায়, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কাজী রুপক, ৬৬ নং ওয়ার্ড বামৈল ইউনিটের নেতা মোঃ মোশারফ হোসাইন, শেখ রাসেল জাতীয় শিশু -কিশোর পরিষদ ডেমরা থানার সভাপতি রফিকুল ইসলাম, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম খান শাহীন, শুকরসী ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা।
আলোচনা সভা ও অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন ৬৬, ৬৭ ও ৬৮ নং ওয়ার্ড এর নেতা – কর্মীরা। অনুষ্ঠানের বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ, সাংবাদিক সহ ডেমরা থানা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।