মাহমুদুল হাসান সিয়াম, বেড়া উপজেলা প্রতিনিধিঃ- অদ্য ১১/০৫/২০২২ ইং তারিখে পাবনার বেড়া উপজেলার আওয়াতাধীন কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্ধী একে অপরের প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন আমজাদ ব্যপারী,জাহিদুল ইসলাম নান্নু,রেজাউল ইসলাম রেজা,শাহ আলম শিকদার,মোমিনুর রহমান মোমিন,লুৎফর রহমান,খোরশেদ আলম,জানে আলম,সবুজ চৌধুরী,নিজাম উদ্দিন মন্ডল এবং মহিলা সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন সুলতানা খাতুন ও চায়না বেগম।
এদের প্রতিদ্বন্ধীতায় সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের ছাএছাএীর অভিভাবকদের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবং ভোট গ্রহন শেষে ভোট গণনা করা হয় এবং ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ৩২৫ ভোট পেয়ে প্রথম স্থান জাহিদুল ইসলাম নান্নু বিজয়ী হন, দ্বিতীয় স্থান ২৯১ ভোট বিজয়ী হন নিজাম উদ্দীন মন্ডল, তৃতীয় স্থান ২৫৯ ভোট নিয়ে বিজয়ী হন রেজাউল ইসলাম রেজা,৪র্থ স্থান ২৫০ ভোট পেয়ে বিজয়ী হন মোমিনুর রহমান মোমিন। এবং মহিলা সদস্য পদে চায়না বেগম ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন।
উক্ত নির্বাচন শিক্ষা অফিসার ও আমিনপুর থানা পুলিশের তদারকিতে সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়।