আলী আজগর রবিন রায়পুর উপজেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা আওতাদিন হাজিমারা পুলিশ ফাঁড়ি ফিরে পেলো তার পূর্নতা। যানা যায় বিগত বছরগুলোতে এই ফাঁড়িতে কর্মরত ছিলেন একাধিক ইনচার্জ। কিন্তু কোন পরিবর্তন হয়নি পুলিশ ফাঁড়ি ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস গুলো।
যেমন পরিবর্তন হয়েছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির,মাদক,জুয়ারো,সহ নানান অপরাধ মূলক কর্মকাণ্ড। গত বছরে করোনা মহামারীতে ছিলো গুরুত্বপূর্ণ অবদান। মাদক নির্মূলে কঠোর অবস্থানে ইনচার্জ ইউসুফ আলী। গত ১৭ই সেপ্টেম্বর ২০২০ তিনি হাজিমারা পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।
এর পর পর নানা পরিকল্পনা গ্রহন করেন তিনি তার মধ্যে ফাঁড়ির ব্রাক ভবন রং করা,এবং রিপারিং করা, সেলোটিন ডাইস, রান্না ঘরের ভিটা পাকা করা, পুলিশ ফাঁড়ির মূল ফটোকে সাইবোট স্থাপন করা,পুলিশ ফাঁড়ির গেইট নির্মাণ, ওয়াস ব্লক,বেড়ীর উপর মাইল ফলক সাইবোন, গোল ঘর বা বৈঠক খানা রং করা, ফাঁড়ির মসজির রং করা, গাছের চারা রোপণ করা, রাষ্ট্র প্রোগ্রাম যথাযথ মর্যাদায় পালন করা ইত্যাদি।
তার কর্মদক্ষতায় অল্প সময়ের এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। হাজিমারা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইউসুফ আলী সাহেব।