বিশেষ প্রতিনিধি
মো.নাইম চৌধুরী
ঈদে এবার বাজার হবে না বহু ঘরে। করোনা দূর্যোগে কেউ হারিয়েছেন উপার্জনক্ষম মানুষটিকে, চাকরির বাজারেই আগুন ঈদ বাজার তো কল্পনাতীত। আবার কেউ কেউ শুরু থেকেই অভাবে চালিয়ে যাচ্ছে জীবনযাত্রা।
প্রতিবছরের ন্যায় সেই সকল সুবিধাবঞ্চিত মানুষদের জন্য “Eid Bazar for Deprived- 2022” উদ্যোগে সোশ্যাল বিজনেস স্টুডেন্টস’ ফোরাম এর স্বেচ্ছাসেবকদল ঈদে বহুদিন পর বাড়ি যাওয়ার আনন্দ সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়।
৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারকে “ঈদ বাজার” বিতরন নিশ্চিতের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রচেষ্টায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহান উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে সোশ্যাল বিজনেস স্টুডেন্টস’ ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যানানো হয়েছে ।