কলমে:– লন্ডন প্রবাসী কবি আলী রেজা খান।
বিশ্বের মুসলিম উম্মাহর তৃতীয় পবিত্র স্থান ফিলিস্তিনের আল্ আকসা–
সেখান থেকে “”-বোরাকে”- করে আল্লাহ’র সনে দেখা করতে যান প্রিয় নবী রাসূল (সাঃ)–।।
মসজিদ নির্মাণে সাগরের তলদেশ থেকে পাথর এনেছে অনেক জ্বীন–
সেই পাথরের গাঁয়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা-ইয়াসিন-।।
একলক্ষ চব্বিস হাজার ফেরেশতা-নবী নিয়ে নামাজ পড়েছিলেন প্রিয় নবী রাসূলুল্লাহ (সাঃ)–
হয়রত ইব্রাহিম সহ অসংখ্য নবী রাসূল নিয়ে চীর নিদ্রায় সায়ীত আছেন মূসা(আঃ) কালিমূল্লাহ–।।
দুই রাকাত নামাজ আদায়ে পঁচিশ হাজারের ফজিলত–
পবিত্র কুরআনে আল্ আকসা”র বিবরণ রয়েছে বিষাদ–।।
দ্যা-গ্ৰেট সুলতান সালাউদ্দিন “-আইয়ূবী” স্মৃতি আছে বিজরীত–
হয়রত আদম(আঃ)ও ছিলেন জড়িত–।।
খলিফা হয়রত উমর(রঃ)এর 🐫 উটের রয়েছে বিবরন–
তাঁকে শ্রদ্ধায় নত করে সির ফিলিস্তিনের জনগণ–।।
কাঁদছে মুসলিম বিশ্ব স্থবির পৃথিবী ধ্বংস হচ্ছে ফিলিস্তিন–
সোচ্চার ও ঐক্যবদ্ধ হও বন্ধ করো ইজ্রাইলী আগ্ৰাসী ষড়যন্ত্র দখলদারী”র অবসান–।।
ইহুদিদের বুলেটে বিধ্বস্ত রক্তাক্ত শিশুর আর্তনাথ ও গগনণজূরী চিৎকার শুনে হাঁটু গেড়ে বসে না কেন মানবতার ফেরিওয়ালা জো”-বাইডেন-?
সস্তা ভালো বাসা”র মানবতা ভুলন্ঠিত হয়েছে ইহুদিদের প্রেমে পরে করে লেনদেন–।।
কোথায় কাশেম সোলায়মানী ও অ্যাডলফ্ হিটলার–?
এখন আর ঘুমিও না জেগে উঠো,-” এখন সময় হয়েছে ইহুদি নিধনের বর্বরতা”র–।।
কোথায় আজ জাতিসংঘ কোথায় ইউরোপীয় ইউনিয়ন–?
রক্ষা করো আল্লাহর ঘর আল্ আকসা রক্ষা করো ফিলিস্তিন–।।