নিজস্ব প্রতিবেদক সুমা আহমেদ:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাঁসানোওয়াগাঁও এলাকায় একটি সেতুর মাঝের অংশ ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে তিন মাস ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বুধবার সকালে সরেজমিন দেখা যায়, কলমাকান্দা থেকে পাঁচগাঁও সড়কের হাঁসানোওয়াগাঁও এলাকায় সেতুটির মাঝখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে ভারি যানবাহন থেকে শুরু করে মাঝারি যানবাহন, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা।
এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের হাঁসানোওয়াগাঁও এলাকায় ১৯৯৭ সালে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সাত মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে। প্রায় চার মাস আগে সেতুটির মাঝখানে পলেস্তারা খসে ছোট একটি গর্তের সৃষ্টি হয়। এর পর পর্যায়ক্রমে গর্তটি বড় আকার ধারণ করে।
রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান খাঁন পাঠান যুগান্তরকে বলেন, কলমাকান্দা-পাঁচগাঁও সড়কটি যাতায়াতের জন্য এই অঞ্চলের লোকজনের একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ আসা-যাওয়া করে থাকে। গুরুত্বপূর্ণ এই সড়কের সেতুর মাঝে গর্তের সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এলজিইডির কলমাকান্দা উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, সেতুর মাঝখানে গর্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার করে দেওয়া হবে।