রিপোর্টঃএস,এম শাহ্জালাল
মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম-(১৬) কে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭-০২-২০২২ইং রোববার দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার জহিরুলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম আজম সরদার, সহকারি প্রধান শিক্ষক সামসুল হক, শিক্ষক মজিবর রহমান, অভিভাবক নুর মোহাম্মদ, শিক্ষার্থী সাব্বির হোসেন, রাবেয়া, আফরোজা ও হাফিজা ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩-০২-২০২২ইং বুধবার দিবাগত রাতে শিক্ষার্থীকে জহিরুল কে তার বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।
পরে নিহতের ভাই শাহীন সরদার বাদি হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।