সাঁথিয়া উপজেলা প্রতিনিধিঃ মোঃ আমিনুল ইসলাম
সাঁথিয়া উপজেলায়, কাশিনাথপুর ইউনিয়নের চরকলাগাছি গ্রামের, রাস্তার” জরাজীর্ণ অবস্থায় “পড়ে আছে দীর্ঘদিন ধরে।স্থানীয় লোকজন প্রতিবাদ ও আবেগ সুরে বলেন আমাদের গ্রামে প্রায় ১৫০০ মানুষ বসবাস করে,যার ৭৫% মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। দুলাল প্রাঃ,এর বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা পাকা করণ হলেও, রাস্তার বাদ অংশ, প্রায় ১কিলোমিটার রাস্তা এখুনও পাকা করণ হচ্ছে না।এই রাস্তা দিয়ে প্রতিদিনের ন্যায় কাঁচা মাল ও দ্রব্যসামগ্রী হাট বাজারে বিক্রয় করিতে হয়।কিন্তু রাস্তা কাঁচা। বর্ষা মৌসুমে অধিক বৃষ্টি হওয়ার কারনে, মানুষের চলাচলের অনউপযোগী হয়েছে পরেছে। এতে মানুষের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। যা মানুষের জীবন যাত্রার উপর নীতিবাচক প্রভাব পড়ছে।স্থানীয় কৃষক নুরু বলেন,আমাদের গ্রামে কোন প্রকার ভ্যানগাড়ী আসে না, মাল নিতে, রাস্তা কাঁচা ও কাদা থাকার কারনে। তাই হাট বাজারের মালসামগ্রী নিজেদের মাথায় নিয়ে প্রায় ১কিলোমিটার দূরে পাকা রাস্তার উপর নামাতে হয়। তারপরে ভ্যানযোগে হাট বাজারে যেতে হয়। যার ফলে আমাদের পরিবহন খরচ বেশি হয়।তিনি আরও বলেন প্রতিবার নির্বাচন আসলে জনপ্রতিনিধি গণ বলেন,এইবার আমাকে ভোট দিয়ে নির্বাচীত করেন।আমি রাস্তা পাকা করে দিবো,নির্বাচন শেষ হলে, তাদের আর খুজে পাওয়া যায় না।তাই আমরা প্রতিবাদ হিসাবে রাস্তায় ধান চারা রোপন করে,প্রতিবাদ জানাচ্ছি। তাই স্থানীয় এম পি মহোদয় ও চেয়ারম্যান সাহেব কে, বিশেষ ভাবে অনুরোধ করছি। অতি দ্রুত আমাদের এলাকায় রাস্তা পাকা করণের ব্যবস্থা করা হোক।
আহারে!!! আমার শশুর বাড়িতে য়াওয়ার রোড….. কি যে ঝামেলার সম্মুখীন হই, তা বলে বুঝানো যাবে না।
বিশেষ করে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলে, কষ্টের সীমা থাকেনা।